১০ বছর ধরে জাতীয় রাজনীতির ময়দানে ভোটকুশলী হিসেবে কাজ করে চলেছেন প্রশান্ত কিশোর।২ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে রাজনীতির মাঠে নেমেছিল পিকের দল জন সুরাজ পার্টি।
বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
কিন্তু ভোট কুশলী হিসাবে সাফল্য পেলেও ভোট রাজনীতিতে সরাসরি নেমে সফলতা পেল না পিকের দল জন সুরাজ পার্টি।বিহারে ৪ আসনে প্রার্থী দিয়েছিল পিকের দল।ফল বেরলে দেখা যায় তরারি আসনে জন সুরাজ পার্টির প্রার্থী কিরণ সিং পেয়েছেন তৃতীয় স্থান।
সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
রামগড়ে জন সুরাজের প্রার্থী সুশীল কুমার সিং পেয়েছেন চতুর্থ স্থান। ইমামগঞ্জে তৃতীয় হয়েছেন জন সুরাজ পার্টির প্রার্থী জিতেন্দ্র পাসওয়ান।বেলাগঞ্জ কেন্দ্রে জন সুরাজ পার্টির প্রার্থী মহম্মদ আমজাদ রইলেন তৃতীয় স্থানে।