নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৭ ডিসেম্বর : করোনা আবহে পিকনিক বন্ধ করতে ফরেস্টের গেটে পোস্টার লাগিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বনদপ্তরের তরফে। রবিবার সেই বাঁধাকে উপেক্ষা করেই হেমতাবাদ বাহারাইল ফরেষ্টে হল পিকনিক। হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে অনেকেই এদিন বাহারাইলে আসে পিকনিক করতে। তবে দুপুর হতেই বন দপ্তরের পক্ষ থেকে প্রত্যেককেই বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, করোনা আবহে উত্তর দিনাজপুর জেলার সমস্ত ফরেস্টে বনভোজন নিষিদ্ধ করা হয়েছে। রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস, শিয়ালমনি এবং হেমতাবাদের বাহারাইল জঙ্গলে পোষ্টার দিয়ে সাধারন মানুষকে সচেতন করে বনভোজন নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গলের প্রবেশদ্বার বাঁশ দিয়ে আটকে দিয়ে দেওয়া হয়েছে। বনদপ্তরের সেই সমস্ত বিধিনিষেধকে উপেক্ষা করে রবিবার ছুটির দিনে অসংখ্য পর্যটক আসেন বনভোজনে। এই বিষয়ে হেমতাবাদ বিডিও পৃথ্বীশ দাস জানান, করোনা আবহের কারনে ফরেস্টে বনভোজন নিষিদ্ধ করা হলেও পর্যটকরা সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বনভোজন করছেন। আগামীতে যেন ফরেস্টে বনভোজন না করা হয় সেবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।