নিউজ সংবাদদাতা , ইটাহার , ২৬ ডিসেম্বর : লরির ধাক্কায় গুরুতর যখম হলেন এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কুরমানপুর এলাকায় জাতীয় সড়কে। পুলিশসূত্রে জানা গিয়েছে, আহত ওই শিক্ষকের নাম সুব্রত মন্ডল। ইটাহার থেকে নিজের মোটরবাইক করে মালদা জেলার গাজল থানা এলাকায় তার বাড়িতে যাওয়ার সময় রায়গঞ্জমুখী একটি লরি সজোরে ধাক্কা মারলে গুরুতর যখম হন তিনি।
তড়িঘড়ি তাকে প্রথমে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ইটাহার থানার চেকপোস্ট বৈদরা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুব্রত মন্ডল। শুক্রবার সন্ধ্যায় ইটাহার থেকে নিজের মোটর বাইকে করে মালদার গাজোলে নিজের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় রায়গঞ্জমুখী একটি লরি সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হন শিক্ষক সুব্রত সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার ট্রাফিক ওসি দীপঙ্কর মজুমদার সহ স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীদের সহযোগিতায় ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে ওই শিক্ষককে আনলে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন শিক্ষক সুব্রত সরকার। ঘাতক গাড়িটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ।