করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :  এবারে করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দীর্ঘ কয়েকদিন ধরেই কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার রাত্রে তার লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন কৃষ্ণেন্দুবাবু।

বিস্তারিত আসছে………………।।

আরও পড়ুন … ভোজনরসিক বিবেকানন্দ প্রিয় খাবার ছিলো কচুরী,ফাউলের মাংস

লড়াই করেই দেবীর স্বীকৃতি মনসার

Next Post

আজ শ্রাবণের শেষ সোমবার, দেবাদিদেবের আশীর্বাদেই কাটবে জীবনের সব বাঁধা

Mon Aug 17 , 2020
শাশ্বতী চক্রবর্তী :  আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ দেবাদিদেব মহাদেবের দিন। কথিত আছে, শ্রাবণ মাসে শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। প্রতিবছর এই মাসে মহাদেবের ভক্তরা দল বেঁধে যান ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত বৈদ্যনাথধামে শিবের মাথায় জল ঢালতে। তবে করোনা আবহের জেরে ভক্তরা এবছর বৈদ্যনাথধামে […]

আপনার পছন্দের সংবাদ