নিজস্ব সংবাদদাতা , মালদা : বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বাধা দিলে ওই মহিলাকে ব্যপক মারধর করা হয়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রায়পুর এলাকায়।
রবিবার দুপুরে নির্যাতিতা মহিলা তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ইংরেজবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই মহিলার স্বামী বছরখানেক হল মারা গেছেন। দুই কন্যা সন্তান নিয়ে একাই থাকেন তিনি। পাশাপাশি ওই মহিলা পরিচালিকার কাজ করে সংসার চালান। অভিযোগ, এলাকার তিন যুবক তাঁকে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত করছিল। বাড়ির বাইরে বেড়োতে গেলে তাকে নোংরা কথা বলে কু-প্রস্তাব দিত।
কিন্তু তাতে রাজী না হওয়াতেই শনিবার রাতে যখন ওই মহিলা বাড়িতে ঘুমিয়ে ছিলেন সেই সময় এলাকার তিন যুবক পলাশ পান্ডে, টিংকু শীল, হিরাময় মন্ডল বাড়ির দরজা ভেঙে মহিলার ঘরের ভেতরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে ওই মহিলাকে ব্যপক মারধর করা হয়। মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে এলাকা ছেড়ে পালিয়ে যায় তিন অভিযুক্ত যুবক। এই ঘটনায় ইংরেজবাজার থানায় রবিবার দুপুরে নির্যাতিতা ওই মহিলা তিন যুবকের নামে অভিযোগ দায়ের করে শাস্তির দাবি করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন ………মালদার অতিরিক্ত জেলাশাসকের ওপর অ্যাসিড হামলা