নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার শহরের দেবাশীষ সাহা নামে ব্যবসায়ী এব্যাপারে জেলাশাসক, জেলাপুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন।
দেবাশীষ সাহার অভিযোগ মালদা শহরের রাজমহল রোডে, তাদের দীর্ঘদিনের একটি সম্পত্তি রয়েছে তা দখল করার চেষ্টা করছেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু ও তার পরিবার। চেয়ারম্যানের পদের প্রভাব খাটিয়ে তাদের হেনস্থা করার পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ এনেছেন দেবাশীষবাবু। যদিও কৃষ্ণেন্দুবাবু এসমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ওই ব্যবসায়ী যে জায়গায় নিজের ব্যবসা চালাচ্ছেন আসলে জায়গাটি তাদের পরিবারের। ব্যবসায়ীর আনা সমস্ত অভিযোগ বলে ভিত্তিহীন বলে দাবী পুর চেয়ারম্যানের।