সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম, বিজয় সিং (৩৭) বাড়ি গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকায়।
প্রতিবন্ধী ছেলেকে মাথায় আঘাত করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
শনিবার সকালে গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায় ফাঁকা একটি ঘরে সামনে ওই সিভিক ভলেন্টিয়ারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনা জানাজানি হতেই লোকজনের ভিড় বাড়তে থাকে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।
জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম
পরে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। কিভাবে ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ পুরো ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।