জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম

জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম

জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম।সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম পদটিই হল রাজনৈতিক বিশ্লেষকের।

এক্ষেত্রে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে এএমন কাউকে চাইছে সিপিআইএম।যার মূল কাজ হবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলকে পরামর্শ দেওয়া। নির্বাচনে শূন্য হয়ে যাওয়ার পর পিকের ধাঁচের কারও শরণাপন্ন হতে চলেছে বামেরা।মহঃ সেলিমের পোস্ট ঘিরে এখন এটাই আলোচ্য বিষয়।

Next Post

প্রতিবন্ধী ছেলেকে মাথায় আঘাত করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

Fri Nov 22 , 2024
খাবার খেতে চাওয়াই অপরাধ হয়ে গিয়ে ছিল তার । সে কারণে বিরক্ত হয়ে মাথায় ধারালো অস্ত্রের কোপ, সেই সাথে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে মারার চেষ্টা। ২৩ বছর বয়সী প্রতিবন্ধী ছেলের ওপর এই রকম নির্মম অত্যাচারের অভিযোগ উঠলো সৎ মায়ের বিরুদ্ধে। জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম […]

আপনার পছন্দের সংবাদ