জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চাইছে সিপিএম।সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম পদটিই হল রাজনৈতিক বিশ্লেষকের।
এক্ষেত্রে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে এএমন কাউকে চাইছে সিপিআইএম।যার মূল কাজ হবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলকে পরামর্শ দেওয়া। নির্বাচনে শূন্য হয়ে যাওয়ার পর পিকের ধাঁচের কারও শরণাপন্ন হতে চলেছে বামেরা।মহঃ সেলিমের পোস্ট ঘিরে এখন এটাই আলোচ্য বিষয়।