মহুয়ার বিরুদ্ধে সিবিআই,প্রতিবাদে সোচ্চার কুনাল

নিউজ ডেস্ক , ২৫ নভেম্বর : টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে আরও বিপাকে মহুয়া মৈত্র।কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করলো সিবিআই।সূত্রের খবর,লোকপালের নির্দেশে সিবিআই মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

শহরের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা

লোকসভায় টাকার বিনিময়ে মহুয়া মৈত্রর প্রশ্ন তোলার অভিযোগ ওঠে।এবিষয়ে প্রথম অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি।এথিক্স কমিটির কাছেও হাজিরা দিতে হয় মহুয়া মৈত্রকে।অভিযোগ মহুয়া মৈত্র দিল্লিতে থাকাকলিন তার সংসদের আইডি খোলা হয়েছিল নিউজার্সি,দুবাই এমনকি ব্যাঙ্গালুরু থেকেও।

স্যোশাল মিডিয়ায় ব্ল্যাকমেইল, আত্মহত্যার চেষ্টা

এথিক্স কমিটির সামনে হাজিরা দিয়ে কমিটির সভাপতির বিরুদ্ধে অসম্মানিত করার অভিযোগ তুলে কমিটির সদস্যদের সামনে বের হয়ে গিয়েছিলেন মহুয়া মৈত্র।এরপর এথিক্স কমিটি মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রস্তাব দেয় এমনকি মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তেরও সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি।সূত্রের খবর লোকপালের নির্দেশে এবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার তদন্তে নামলো সিবিআই।

শহরের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।তৃনমূল নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক ময়দানে না পেরে এজেন্সি লাগানো হচ্ছে বলে সোচ্চার হয়েছেন কুনাল ঘোষ।

Next Post

গ্রামীণ পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ২, আহত দুই

Sun Nov 26 , 2023
নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : এক গ্রামীণ পুলিশে গাড়ির ধাক্কায় মৃত্যু ২ জনের।জখম ২। শনিবার সন্ধ্যায় দূর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েতের শীতলপুর গ্রামে। মৃতরা হল শেখ মহম্মদ ও দানেশা বিবি।দূর্ঘটনার পরেই গ্রামীণ পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের দাবীতে বিক্ষোভে সরব হয় মৃতদের পরিজন ও গ্রামবাসীরা। মহুয়ার বিরুদ্ধে সিবিআই,প্রতিবাদে সোচ্চার […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম