নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : ভর সন্ধ্যায় রায়গঞ্জ শহরে ভয়াবহ আগুন। শহরের জনবহুল এলাকায় এই গটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পেছনে। একটি বন্ধ সাইকেলের দোকানে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চতুর্দিক।
ধীরে ধীরে আগুন ছড়িয়ে পরে। পার্শবর্তী দোকান গুলিতে আগুন ছড়িয়ে পরার সম্ভাবনা দেকা দেয়। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। জানা যায় এই দোকানটির মালিকের নাম রাজু সাহা। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। অথবা দোকানের ভেতরে হয়ত ধূপকাঠি জ্বলছিল।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। এদিন খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন রাজু সাহা। তিনি জানান, বিকেল সাড়ে ৫ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি আসেন। তার পর এই ঘটনার খবর পান। প্রায় ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।