বেহাল রাস্তার কাজ শুরু, খুশি এলাকাবাসী

বেহাল রাস্তার কাজ শুরু, খুশি এলাকাবাসী

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২০ সেপ্টেম্বর :  দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রায়গঞ্জের ১০ নম্বর রাজ্য সড়কের সংযোগস্থল চন্ডীতলা থেকে আব্দুলঘাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা।

ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়তেন বাসিন্দারা। অবশেষে রাস্তাটি সংষ্কারের কাজ দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। নতুনরূপে তৈরি করা হচ্ছে রাস্তাটি। এতে করে খুশি স্থানীয় বাসিন্দারা৷ রাস্তা তৈরি হলে যাতায়াত করতে সুবিধে হবে বলে জানিয়েছেন তারা। এই এক কিমি রাস্তা দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে পড়েছিল অত্যন্ত চলাচলের অযোগ্য হয়ে। রাত বিরেতে এনিয়ে হয়রানীর মধ্যে পড়তেন তারা। আর সি টিভি সংবাদেও এই বেহাল রাস্তাটি তুলে ধরা হয়।

অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে ২৪ লক্ষ বরাদ্দ করা হয়েছে রাস্তা নির্মাণের জন্য। জেলা পরিষদের সদস্য স্বপন মুর্মু বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। বেহাল হয়ে থাকায় সমস্যায় পড়তেন তারা। এব্যাপারে তাঁর কাছে রাস্তা সংষ্কারের দাবি জানান এলাকাবাসীরা। অবশেষে সেই দাবি মেনে ২৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হয়েছে।

Next Post

রাজেশ ও তাপসের মৃত্যুবার্ষিকীকে মাতৃভাষা দিবস হিসেবে পালন এবিভিপি-র

Sun Sep 20 , 2020
নিউজ ডেস্ক ,  ২০ সেপ্টেম্বর :  উত্তর দিনাজপুরের ইসলামপুররের দাড়িভিট এলাকার দুই ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুবার্ষিকীতে মাতৃভাষা দিবস পালন করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। এদিন বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় রাজেশ ও তাপসের ছবিতে মাল্যদান করে সংগঠনের নেতাকর্মীরা। এবিভিপির পক্ষ থেকে সব্যসাচী রায় জানান, গত দু’বছর আগে উত্তর দিনাজপুরের […]

আপনার পছন্দের সংবাদ