নিউজ ডেস্ক , মালদা , ৫ সেপ্টেম্বর : জমি জবরদখলের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার রতুয়ায়।প্রায় ৩৩বিঘা এলাকাজুড়ে থাকা আমবাগান দখলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।জানা গিয়েছে, রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া- সামসি রাজ্য সড়কের ধারে রুকুন্দীপুর গ্রামের পাওয়ার হাউজ সংলগ্ন ওয়াকফ বোর্ডের ৩৩ বিঘা জুড়ে আমবাগান ও জমি রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এলাকার কিছু জমি মাফিয়া এবং দুষ্কৃতীরা এই জমি জবরদখল করতে শুরু করে বলে অভিযোগ।
এই ঘটনায় শনিবার থানায় অভিযোগ দায়ের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের।জানা গিয়েছে, ওয়াকফ বোর্ডের অধীনে থাকা এই বাগানটি থেকে চার মাস আগে কিছু দুষ্কৃতী প্রায় চল্লিশটির মতো আম গাছ কেটে বিক্রি করে দেয়। সেই সময় ওয়াকফ বোর্ডের তরফ থেকে অভিযোগ করা হলে তদন্তে নামে পুলিশ। কিন্তু চার মাস পর ফের ওয়াকফ বোর্ডের ৩৩ বিঘা জমি জবরদখল শুরু করে সমাজ বিরোধীরা।
এই ঘটনায় দুষ্কৃতিদের গ্রেফতারের দাবীতে এদিন মিছিল করে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পায়েল খাতুন, তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন, রতুয়া ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিরসভাপতি আবেদা বেগম , বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা।রতুয়া থানায় অবস্থান বিক্ষোভ করে তারা।পরে পুলিশের কাছে দাবীপত্র জমা দেয় বিক্ষোভকারীরা।