নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার রাতে শোভানগর গ্রাম পঞ্চায়েতের সৌকত মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম,আনোয়ার শেখ(২২) এবং ওয়াসিম আক্রম(১৮)। তাদের বাড়ি মানিকচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে ওই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে সৌকত মোড় এলাকায় জমায়েত হয়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে হাতে নাতে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করে। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বেআইনি ওই আগ্নেয়াস্ত্র গুলি কার কাছে বিক্রি করতে এসেছিল তারা তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি কতদিন ধরে ধৃতরা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই অস্ত্র কারবারি চক্রে আরও কারা জড়িত আছে তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।