বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে যখন গর্জে উঠছে ভারতের সনাতনীরা তখন পালটা ভারতকে আক্রমণের ছক কষে যুদ্ধজিগির তুলছে বাংলাদেশের কট্টরপন্থীরা। এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার।
এইমস ইস্যুতে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে দাবী রায়গঞ্জের সাংসদের
এবারে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের দাউদপুর এলাকায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জঙ্গলে আগুন লাগায় তা ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ বাংলাদেশিরা আগুন লাগিয়েছে সীমান্ত এলাকার জঙ্গলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিএসএফ আগুন নেভানোর চেষ্টা করে।
এইমস ইস্যুতে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে দাবী রায়গঞ্জের সাংসদের
পরবর্তীতে দমকলের দুই টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারত বাংলাদেশ সীমান্তের দেড়শো মিটার ছেড়ে সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। স্বাভাবিকভাবেই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ডও। কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে এদিন আগুন লাগে জঙ্গলে। সেই আগুন ছড়িয়ে কাঁটাতারের বেড়া পর্যন্ত চলে আসে। আগুন ছড়িয়ে পড়া রুখতে, তৎপর হতে দেখা গেছে বিএসএফকে।
আবাস তালিকা থেকে বাদ নাম, অভিযোগ কাটমানির
খবর পেয়ে ঘটনাচলে পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ এবং আসে বালুরঘাট থেকে দমকলের ইঞ্জিন।আগুন কিভাবে এবং কারা লাগিয়েছে তা সঠিক জানা না গেলেও, গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে।