শিলিগুড়িতে অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে চলছিল রীতিমতো প্রতারণা।যৌথভাবে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করলো এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা এবং সাইবার ক্রাইম টিম।
বাড়ছে মাটির ভাঁড়ের চাহিদা, রোজগার বাড়ছে ভাঁড় নির্মাণকারীদের
ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে ধৃতরা সকলেই কলকাতার বাসিন্দা। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খুদিরামপল্লীর শিশির ভাদুরী সরণীতে একটি ভবনের তৃতীয় তলে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো এই কল সেন্টারের কারবার চলছিল।এই কল সেন্টারের আড়ালে ভিন রাজ্য সহ বিদেশে অ্যান্টি ভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করা হচ্ছিল।
অনিশ্চিত ভবিষ্যৎ ইন্ডাস্ট্রিয়াল হাবের
এই খবর পেয়েই শুক্রবার গভীর রাতে এসওজি, পানিট্যাঙ্কি ফাঁড়ি, শিলিগুড়ি থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম যৌথভাবে অভিযান চালিয়ে দশজনকে গ্রেফতার করে।ঘটনাস্থল থেকে ৬টি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন সহ বিভিন্ন নথি উদ্ধার করা হয়।