নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সুফল বাংলার বিপণনী স্টল। প্রায় আড়াই বছর আগে ২০২০ সালের ১৫ ই অক্টোবর ঢাকঢোল পিটিয়ে বুনিয়াদপুর শহরের প্রাণকেন্দ্র পুরানো বাসস্ট্যান্ডে চালু হয়েছিল কৃষি বিপণন দপ্তরের ওই সুফল বাংলা বিপণনী স্টল। জানা গেছে, জেলার মধ্যে বুনিয়াদপুরে প্রথম তৈরি হওয়া বিপণনী স্টলের সবুজ ফিতে কেটে উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা শাসক নিখিল নির্মল।
আরও পড়ুন কালিয়াগঞ্জে জমিতে বিদ্যুৎবাহী তাড়ের সংস্পর্শে ষাঁড়ের মৃত্যু
স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে বড় বড় শপিং মলের কায়দায় তাজা সবজি, ফল, মুদি, স্টেশনারি সামগ্রী কম দামে বিক্রির লক্ষ্যে তৈরি হয়েছিল এই সুফল বাংলার বিপণনী স্টল। শুরুর দিন থেকে ভালোই চলছিল বিপণনটি। দুধ, ঘি, লস্যী, পনির, আরামবাগ চিকেন সবই মিলত এখানে।
আরও পড়ুননদী বাঁধ থেকে বহুমূল্য গাছ উধাও , প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা
এমনকি ২০২১ সালে আলুর দাম যখন অগ্নিমূল্য তখনও এই বিপণনী থেকে মাত্র ২৫ টাকা কেজি দরে আলু ক্রয় করতে পেরেছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ২০২২ এর মাঝ সময় থেকে বিপণনীতে মজুতের পরিমাণ কমতে থাকে। ফলে ক্রেতারা এক ছাদের তলায় সব রকম দ্রব্য পাচ্ছে না। স্বাভাবিক কারণে ক্রেতাদের সংখ্যা কমতে থাকে। এরপর ২০২২ সালের শেষের দিকে হঠাৎ বিপণনীটি বন্ধ হয়ে পড়ে। আজও তা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে তীব্র সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ।