নিউজ ডেস্ক : বালুরঘাট বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় আচমকাই আগুন লাগে বিমান বন্দরে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রায় এক কিমি এলাকা জুড়ে৷ ঘটনায় তীব্র আতংক ছড়ায় এলাকায়। আগুনের তীব্রতা ক্রমশ: ভয়াল হয়ে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন৷ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ শুরু হলেও নিয়ন্ত্রণে না আসায় এরপর গঙ্গারামপুর থেকে ছুটে আসে ইঞ্জিন। অগ্নিকাণ্ডে বিমান বন্দরের বিস্তীর্ণ এলাকা পুড়ে খাক হয়ে যায়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায়, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে।
আরও পড়ুন জীবনযুদ্ধে জয়ী পুজাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা , মুক্তি পেল ট্রেলার
বিমান বন্দরের পরিকাঠামো তৈরি হলেও, এখনও বিমান চলাচলের অনুমতি নেই। রয়েছে মূল টার্মিনাল। অফিস ঘর। ফলে বন্ধ রয়েছে বিমান বন্দরের গেট। সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। স্বাভাবিকভাবেই যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ সেখানে কিভাবে আগুন লাগল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ সূত্রের খবর, আগুনে রক্ষা পেয়েছে মূল টার্মিনাল। অফিস ঘরেরও কোনো ক্ষতি হয় নি। আগুন ছড়িয়ে পড়েছিল রানওয়ের দু’পাশে থাকা জঙ্গলে। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
আরও পড়ুন অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে পরীক্ষায় বসতে পারলো না এক পরীক্ষার্থী
বর্তমানে বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বিমান বন্দর পার্শ্ববর্তী এলাকার মানুষজন। পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের ঘটনায়তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, বিমান বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। নিরাপত্তাও বাড়ানো হচ্ছে৷