নিউজ ডেস্ক :সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আর্থিক প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলায়। প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে ৪০ হাজার টাকা খোয়া গেল ডালখোলা পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা ব্যবসায়ী বিনয় সাহার। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিনয় বাবুর পরিচিত ডালখোলার এক ব্যবসায়ী নির্মল লাড্ডার ছবি দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ আসে, সেই মেসেজে নির্মল লাড্ডার নাম করে অসুস্থতার কথা বলে প্রথম দফায় ১৫ হাজার টাকা একটি ব্যাংক একাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। অসুস্থতার কথা শুনে বিনয় বাবু তড়িঘড়ি সেই টাকা নির্দিষ্ট একাউন্টে ট্রান্সফার করে দেন।
আরও পড়ুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা
এই টাকা পাঠানোর কিছু সময় পরে দ্বিতীয়বার আবার ২৫ হাজার টাকা পাঠানোর জন্য মেসেজ করে অনুরোধ করা হয় বিনিবাবুর হোয়াটসঅ্যাপ নম্বরে। বিনয় বাবু এবারও সেই মেসেজের কথা মত আরো ২৫ হাজার টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেন। তখনও বিনয় বাবু বুঝতে পারেননি যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর তৃতীয়বার আবার ৪০ হাজার টাকা পাঠানোর জন্য বিনয় বাবুর মোবাইলে ম্যাসেজ এলে তার সন্দেহ হয়। কৌতূহলবশত তিনি তখন তার ফোনে থাকা নির্মল লাড্ডার ফোন নম্বরে ফোন করেন, সেই সময় নির্মল বাবু জানান তিনি ডালখোলাতে তার বাড়িতেই আছেন এবং সুস্থ আছেন। নির্মল বাবু এও জানান তিনি কোনো নম্বর থেকে বিনয় বাবুর কাছে টাকা চাননি। নির্মল বাবুর সাথে ফোনে কথা বলার পর বিনয় বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
আরও পড়ুন সাবিনা ইয়াসমিনের বক্তব্য ঘিরে জোর বিতর্ক রাজনৈতিক মহলে
অপরদিকে খোঁজ নিয়ে দেখা যায় একই পদ্ধতিতে নির্মল লাড্ডার অপর এক পরিচিত ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা প্রতারণা করে ওই চক্রটি। শনিবার পুরো বিষয়টি সম্পর্কে অভিযোগ জানানো হয় ডালখোলা থানায়। পাশাপাশি ইসলামপুর জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নির্মল লাড্ডা।গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ধরনের প্রতারণা চক্র সম্পর্কে জনসাধারণকে সজাগ এবং সতর্ক থাকার অনুরোধ জানান পুলিশকর্মীরা।