আরসিটিভি সংবাদ : সমস্ত রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে ডাক্তার হলেন কৃষক পরিবারের সন্তান আশরাফুল হক। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা এলাকার বাসিন্দা আশরাফুলের এই সাফল্যে পরিবারের সদস্যদের পাশাপাশি উচ্ছ্বসিত এলাকার মানুষও।যদিও তার এই সাফল্যের পথটি খুব সহজ ছিল না।
আরও পড়ুন-একেই বলে সাফল্য! বিডিও হলেন শ্রমিকের ছেলে
পেশায় কৃষক বাবা মুস্তাফা আলম কায়ক্লেশে পাঁচ সন্তানকে বড় করে তোলেন।এদের মধ্যে আশরাফুল ছোট থেকেই মেধাবী ছিলেন। স্থানীয় হাজার বিঘা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আশরাফুল। পরেআল হিলাল মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ডাক্তরি পড়বার জন্যে রাশিয়া পাড়ি দেয় সে।রাশিয়ার কাজাখ মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়াশোনা সম্পন্ন করে। দেশে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট পরীক্ষা পাশ করে চিকিৎসাক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে।কার্ডিয়াক সার্জেন বা গাইনকোলজিস্ট নিয়ে পড়াশোনা করতে চান তিনি। উচ্চশিক্ষা সম্পন্ন করে গ্রামের লোকেদেরকে উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সিংহোম খুলতে চায় আশরাফুল। তার এই সাফল্যে পরিবারের আত্মত্যাগকে মুক্তকন্ঠে স্বীকার করেছেন আশরাফুল।
আরও পড়ুন-রায়গঞ্জের নামি শপিংমল চার টাকার জন্য দন্ডি গুনলো চার হাজার টাকা !
অন্যদিকে ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মা। সমস্ত সঞ্চয় নি:শেষ করে বহু কষ্ট ও কৃচ্ছসাধনের পর তার এই সাফল্য বলে জানিয়েছেন তার বাবা
মুস্তাফা আলম।