আরসিটিভি সংবাদ :অসুস্থ এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠালেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। নবাব দেবশর্মা নামে ওই শিশু বাড়ি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকায়। আর্থিক অনটনে বাবা যতীন্দ্রনাথ দেবশর্মা ছেলের চিকিৎসা করাতে অপারগ।
আরও পড়ুন-দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা রায়গঞ্জ শহরে !
এই পরিস্থিতিতে ৭ বছরের নবাবের চিকিৎসার ব্যাপারে এগিয়ে আসেন বিধায়ক। শিশুটির একটি হাত শরীরের সাথে যুক্ত হয়ে রয়েছে। অস্ত্রোপচার না করলে সম্পূর্ণ রুপে সুস্থ হওয়া সম্ভন নয়। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি নবাবের বাবা যতীন্দ্র নাথ দেবশর্মা।সবকিছু শুনে কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেন বিধায়ক। রবিবার রাতেই শিশুটিকে নিয়ে কলকাতায় রওনা হয় পরিবার। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি তারা।