পুলিশী হানায় রায়গঞ্জে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নকল হোয়াইট সিমেন্ট ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক। সিল করা হল কারখানা।

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১১ ডিসেম্বর : একটি বহুল প্রচলিত হোয়াইট সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানীর সিমেন্ট নকল করার অভিযোগে শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের ঘুঘুডাঙার ভুপালপুর এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অঙ্কিত জৈন। দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী দামী কোম্পানীর হোয়াইট সিমেন্ট জাল করে ওই যুবক বিক্রি করে আসছিল বলে অভিযোগ।

গোপনসুত্রে খবর পেয়ে এদিন কারখানায় হানা দেয় ডিআইবি, পুলিশ প্রশাসন ও সিমেন্ট কোম্পানির লোকজন।সেখানে বিভিন্ন নামী হোয়াইট সিমেন্ট কোম্পানির প্যাকেট, প্রস্তুতকারক বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় অভিযোগকারী হোয়াইট সিমেন্ট কোম্পানির তরফে পীয়ূষ শ্রীবাস্তব জানিয়েছেন, বহুদিন ধরেই এই কারখানা থেকে নকল হোয়াইট সিমেন্ট কোম্পানির তৈরির অভিযোগ আসছিলো। এরপরেই ঘটনার সত্যতা যাচাইয়ে কোম্পানির তরফে তাকে এখানে পাঠানো। সেখানে এসে কারখানার মালিকদের সঙ্গে কথা বলা হয়।গোটা বিষয়টিতে সন্দেহ হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করা হয়। এরপরেই ঘটনার তদন্তে নেমে কারখানায় গোপনে হানা দিলে নকল হোয়াইট সিমেন্ট প্রস্তুত করার বিষয়টি পরিষ্কার। নকল হোয়াইট সিমেন্টগুলি দুই দিনাজপুর, মালদা সহ পাশের রাজ্য বিহারেও পাঠানো হত।

অন্যদিকে এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে ওই কারখানায় হানা দেয় পুলিশ আধিকারিকেরা। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাজেয়াপ্ত করা হয়েছে নকল হোয়াইট সিমেন্ট, প্রস্তুতকারী নানান সরঞ্জামও। যদিও ওই কারখানার মালিকের কাছে লাইসেন্স নেই বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।অন্যদিকে এদিন ওই কারখানাটি প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়।

Next Post

রহস্যজনক মৃত্যু ডার্টি পিকচার -এর অভিনেত্রীর

Fri Dec 11 , 2020
নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : যোধপুর পার্কের একটি আবাসনের তিনতলা থেকে উদ্ধার হল বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের (‌৩৫) মৃতদেহ‌। শুক্রবার তাঁর বাড়িতে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিচারিকা চন্দনা দাস প্রতিবেশীদের খবর দেয়। খবর দেওয়া হয় পুলিশকে। দরজা ভেঙে উদ্ধার হয় আরিয়ার বন্দোপাধ্যায়ের রক্তাক্ত দেহ। যদিও নাক […]

আপনার পছন্দের সংবাদ