দক্ষিণ দিনাজপুর , ৭ আগস্ট : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল ৬ টি দোকান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার ডিটল হাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে নালাগোলা মোড়ে।
জানা গিয়েছে শুক্রবার রাত ১২ টা নাগাদ আগুন লাগে একটি দোকান ঘরে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আরও পাঁচটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে গঙ্গারামপুর থেকে আসে আরও একটি ইঞ্জিন। তিনটি ইঞ্জিন মিলিয়ে রাত দুটো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা বলেন প্রথমে একটি স্টেশনারি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। বংশীহারী থেকে দমকলের দুটি ইঞ্জিন ৪০ মিনিট পরে ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই পাশের আরও পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় স্টেশনারি, সাইকেল, দর্জি, ফল, ট্রাংক ও খাবার মিলে মোট ছটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। প্রতীপ মোহন্ত, নিখিল সরকার, শ্যামল সরকার, বিকাশ সরকার, নিত্য ভৌমিক ও কালি মণ্ডল এই ছয় ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রত্যেকে এই ব্যবসা থেকেই সংসার প্রতিপালন করেন। দীর্ঘদিন লকডাউনে জীবন-জীবিকার টান পড়েছে। স্বাভাবিক হতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কি করবেন বুঝে উঠতে পারছেন না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুমান ঘটনায় প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডে বেলা দশটা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের তরফে কাউকে দেখা যায়নি।