হেমতাবাদ, ৩১ জুলাই : গৃহবধূকে শারীরিক ভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কেরামত হুসেন ও মোজাফফর আলীকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। যদিও মূল অভিযুক্ত তাজমূল হক এখনও পলাতক।
ধৃতদের শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ।উল্লেখ্য, গত ৪ঠা জুলাই হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা গ্রামে জমি নিয়ে শরিকি বিবাদের জেরে কাকা শ্বশুর তাজমুল হক ও তার দুই ছেলে কেরামত হুসেন ও মোজাফফর আলী গৃহবধূ তাজনিয়ার খাতুনকে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার জেরে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই গৃহবধূর বাবার বাড়ীর লোক সহ গ্রামবাসীরা। এরপর শুক্রবার ধৃতদের গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায় হেমতাবাদ থানার পুলিশ। বর্তমানে আহত ওই গৃহবধূ রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও খবর পড়ুন : গ্রাহকের রেশন আত্মসাতের অভিযোগ ডিলারের বিরুদ্ধে, অভিযোগ জমা পড়ল খাদ্য দফতরে