Advertisements

হেমতাবাদ, ২৮ জুলাই : হেমতাবাদ ব্লকের ভোগ্রাম এলাকায় মাদ্রাসা সংলগ্ন মসজিদে চুরির ঘটনায় দুস্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে ভোগ্রাম বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল থেকেই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।
পাশাপাশি বন্ধ রাখা হয় ভোগ্রাম বাজার।স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে ভোগ্রাম মাদ্রাসা সংলগ্ন মসজিদে চুরির ঘটনা ঘটে। মসজিদের মাইক সহ বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছে। চলতি মাসে এই এলাকায় এমন একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। বারংবার গ্রামের প্রধানকে বিষয়টি জানিয়েও কোনো লাভ না হওয়ায় এদিন পথ অবরোধ করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
