কালিয়াগঞ্জ, ৩১ জুলাই : সরকারি প্রকল্পে শৌচাগার নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গৌরীপুর গ্রামে।
অভিযোগ, গ্রামের শতাধিক বাসিন্দার বাড়িতে শৌচাগার নির্মাণ করা হলেও সেগুলি নিম্নমানের উপকরণ এবং কম পরিমাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। ফলে অল্প দিনের মধ্যেই সেগুলি ভেঙ্গে পড়ছে। শনিবার ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতি অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসীরা। উপভোক্তাদের অভিযোগ সরকারি সিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার সংস্থা। বারবার সিডিউল দেখানোর কথা বললেও তা তারা সামনে আনছে না। উলটো হুমকি দেওয়া হচ্ছে উপভোক্তাদের। এব্যাপারে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।