বালুরঘাট, ৩১ জুলাই : এক রেশন গ্রাহকের সামগ্রী তুলে নেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় ওই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন বঞ্চিত গ্রাহক। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দানি করেছেন রেশন ডিলার।
বালুরঘাট শহরের চকভবানী এলাকার বাসিন্দা বিক্রম বিশ্বাসের অভিযোগ, ২০১৭ সালে তিনি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেন। খাদ্য দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী তার রেশন কার্ড হয়ে গেলেও,খাদ্য দপ্তর বা পৌরসভা ঘুরেও ঐ কার্ড তিনি হাতে পাননি। ফলে পুনরায় আবার পরিবারের পাঁচ জনের রেশন কার্ড পাওয়ার আবেদন জানান তিনি। মাত্র ক’দিন আগে তিনি সেই কার্ড হাতে পান। সেই কার্ড নিয়ে সংশ্লিষ্ট এলাকার এম আর নং ৮ রেশন ডিলারের কাছে গেলে, রেশন ডিলার তাকে সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ। পরে তিনি জানতে পারেন ইতিমধ্যেই তার কার্ড থেকে সামগ্রী তোলা হয়েছে। এর পরেই তিনি খাদ্য দপ্তরে ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেন। এদিকে চকভবানী এলাকার ঐ রেশন ডিলার মিহির দাস সামগ্রী তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, ঐ ব্যক্তি কদিন আগে কার্ড নিয়ে রেশন তুলতে আসেন। বর্তমান নিয়ম অনুযায়ী, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য তাকে আধার কার্ড আনতে বলা হয়। যদিও জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় ফোনে জানান, অভিযোগ হাতে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আরও খবর পড়ুন : স্বপ্নভঙ্গ দেশবাসীর, অলিম্পিক থেকে বিদায় বাংলার অতনুর