নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৭ অক্টোবর : করোনার কারণে বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে এই বছর শোভাযাত্রা করা হবে না। শনিবার শাসনের শিয়ালডাঙ্গি মাদ্রাসায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বেঙ্গল ইমামা অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সভাপতি মৌলানা আসিরুদ্দিন।
এদিনের সাংবাদিক বৈঠকে সংগঠনের উত্তরদিনাজপুর জেলা সভাপতি মৌলানা মমতাজ, জেলা কমিটির সাধারন সম্পাদক অবাইদুর রহমান উপস্থিত ছিলেন।
মৌলানা আসিরুদ্দিন বলেন, করোনার কারণে এই বছর সরকারি নির্দেশে বড় জমায়েত করাতে বিধিনিষেধ রয়েছে। তাই এই বছর আগামী ৩০ এ অক্টোবর আমরা বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে কোনো শোভাযাত্রা করব না। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর অনুষ্ঠান করা হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে প্রচার ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ইমাম মোয়াজ্জেম দের সরকারি ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয় বেঙ্গল ইমামা অ্যাসোসিয়েশনের সদস্যরা।