করোনা সংক্রমনের জেরে এবছর পালিত হবে না বিশ্ব নবীর জন্মদিবস

করোনা সংক্রমনের জেরে এবছর পালিত হবে না বিশ্ব নবীর জন্মদিবস

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ ,  ১৭ অক্টোবর :  করোনার কারণে বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে এই বছর শোভাযাত্রা করা হবে না। শনিবার শাসনের শিয়ালডাঙ্গি মাদ্রাসায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বেঙ্গল ইমামা অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সভাপতি মৌলানা আসিরুদ্দিন।

এদিনের সাংবাদিক বৈঠকে সংগঠনের উত্তরদিনাজপুর জেলা সভাপতি মৌলানা মমতাজ, জেলা কমিটির সাধারন সম্পাদক অবাইদুর রহমান উপস্থিত ছিলেন।
মৌলানা আসিরুদ্দিন বলেন, করোনার কারণে এই বছর সরকারি নির্দেশে বড় জমায়েত করাতে বিধিনিষেধ রয়েছে। তাই এই বছর আগামী ৩০ এ অক্টোবর আমরা বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে কোনো শোভাযাত্রা করব না। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর অনুষ্ঠান করা হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে প্রচার ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ইমাম মোয়াজ্জেম দের সরকারি ভাতা বৃদ্ধির দাবিতে সরব হয় বেঙ্গল ইমামা অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Next Post

যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ

Sat Oct 17 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৭ অক্টোবর :  এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো চাঁচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের কুশমাই এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার বাসিন্দা এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্ক […]

আপনার পছন্দের সংবাদ