নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ১৭ অক্টোবর : চোপড়ার লক্ষ্মীপুরে কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হল এক তৃনমূল কংগ্রেস কর্মি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় শনিবার। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সচিন মক্কর।
জানা গেছে,শনিবার বিকেলে হাতরস ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল হওয়ার কথা ছিল।
সেই উপলক্ষে তৃণমূল কর্মীরা সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কংগ্রেসের কর্মীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাধে বলে জানা গেছে। ব্যাপক গোলাগুলি, এমনকি বোমাবাজিও হয় বলে অভিযোগ। রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বোমার আঘাতে গুরুতর জখম হয়।আহত রফিকুল ইসলামকে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, তারা যাতে মিছিল করতে না পারে তার জন্য কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা তাদের উপর হামলা চালায়। বোমার আঘাতে রফিকুল ইসলাম আহত হয়েছেন। কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পালটা অভিযোগ , মিছিলের নামে লক্ষ্মীপুরে সন্ত্রাস সৃষ্টি করতেই বোমা মজুত রেখেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী রা। সেই বোমা ফেটেই রফিকুল আহত হয়েছে। এই ঘটনায় তাদের কোন হাত নেই।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, একজন আহত হয়েছে। কিভাবে আহত হয়েছেন পুলিশ খতিয়ে দেখছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।