উত্তরপ্রদেশের হাথরাস গনধর্ষন কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন ইটাহারে

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৭ অক্টোবর :  উত্তরপ্রদেশের হাথরাস গনধর্ষন এবং হত্যাকান্ডে দলিত তরুনীর ন্যায়বিচারের দাবিতে শনিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল ইটাহারে। এদিন ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসরর্স এসোসিয়েশনের (WBCUPA) উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ইটাহার ব্লকের রানীপুর এলাকায় ডঃ মেঘনাদ সাহা কলেজ গেটের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও ইটাহার কলেজের বেশ কিছু অধ্যাপক ও অধ্যাপিকাগন এদিনের কর্মসূচীতে অংশ নেন। পাশাপাশি তাদের এই কর্মসূচিতে যোগ দেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচীতে ইটাহার কলেজের প্রশাসক ডঃ সুব্রত সাহা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবজয় ভট্টাচার্য, ডঃ সঞ্জীব মন্ডল, ডঃ কৌশিক চৌক্রবর্তী, সুচেতা দত্ত চক্রবর্তী সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাগন উপস্থিত ছিলেন। মূলত হাথরাসের দলিত তরুনীর গনধর্ষন কান্ডের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচী বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব।

Next Post

করোনা সংক্রমনের জেরে এবছর পালিত হবে না বিশ্ব নবীর জন্মদিবস

Sat Oct 17 , 2020
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ ,  ১৭ অক্টোবর :  করোনার কারণে বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে এই বছর শোভাযাত্রা করা হবে না। শনিবার শাসনের শিয়ালডাঙ্গি মাদ্রাসায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বেঙ্গল ইমামা অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের সভাপতি মৌলানা আসিরুদ্দিন। এদিনের সাংবাদিক বৈঠকে সংগঠনের উত্তরদিনাজপুর জেলা সভাপতি মৌলানা মমতাজ, জেলা কমিটির সাধারন সম্পাদক অবাইদুর […]

আপনার পছন্দের সংবাদ