২০ শে ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহন, মুখ্যমন্ত্রী পদে কে?

২০ শে ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহন, মুখ্যমন্ত্রী পদে কে?

দিল্লির মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :  দিল্লীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কে? সেই জল্পনার নিরশন হয় নি এখনও।প্রধানমন্ত্রী আমেরিকা সফর থেকে ফিরলে চুড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম।কথা ছিল এমনটাই।যদিও এখনও সেই নাম চুড়ান্ত করতে পারেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব।তবে বেশ কয়েকটি নাম নিয়ে চলছে আলোচনা।তালিকায় প্রথমেই রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো নয়াদিল্লি আসন থেকে জয়ী বিধায়ক প্রবেশ ভর্মা।

আরোও পড়ুন – ভারতের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার, কে এই জ্ঞানেশ কুমার

পাশাপাশি আলোচনা চলছে সতীশ উপাধ্যায়, বীরেন্দ্র সচদেবকে নিয়েও। সূত্রের খবর,দিল্লির মুখ্যমন্ত্রী পদে ১৫টি নাম প্রাথমিকভাবে বাছা হয়েছে।যারমধ্যে মুখ্যমন্ত্রী, পারিষদীয় দলনেতা ও বিধানসভার স্পিকারের মতো পদের জন্য রয়েছে ৯টি নাম। বুধবার ফের বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব।সব ঠিক থাকলে বুধবারের বৈঠকের পর দিল্লীর মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করা হবে।৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ৪৮ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি। ২৬ বছর পর ফের দিল্লি পদ্মের দখলে।ফলে রাজধানীর মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে জাঁকজমকের আয়োজন করতে চলেছে বিজেপি।

আরোও পড়ুন – মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

অন্তত ৫০ জন তারকাকে আমন্ত্রণ জানানো হবে শপথ অনুষ্ঠানে। থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও।আমন্ত্রন জানানো হতে পারে গৌতম আদানি, মুকেশ আম্বানিদের।২০ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০ মিনিটে শপথ নেবে দিল্লির ক্যাবিনেট। রামলীলা ময়দানে হবে শপথগ্রহ অনুষ্ঠান। অনুষ্ঠানের আগের রাত থেকেই বন্ধ থাকবে রামলীলা ময়দানমুখী সমস্ত রাস্তা।শপথ অনুষ্ঠানে থাকতে পারেন বলিউডের একঝাঁক তারকা।

আরোও পড়ুন – ১৩ মাস ধরে পুলিশের জালে! জাল পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেফতার দম্পতি

থাকার কথা রয়েছে অক্ষয় কুমার, বিবেক ওবেরয়, হেমা মালিনী, কৈলাস খেরের মতো একঝাঁক তারকাদের।শপথগ্রহণের মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং থাকবেন শপথগ্রহন অনুষ্ঠানে।দিল্লীর মুখ্যমন্ত্রীর নাম এখনও চুড়ান্ত না হলেও দলের তরফে শুরু হয়ে গিয়েছে শপথগ্রহন অনুষ্ঠানের প্রস্তুতি।

Next Post

রিকশা চালিয়ে বিধানসভায় রওনা হলেন বলাগড়ের বিধায়ক, তারপর!

Tue Feb 18 , 2025
নিউজ ডেস্ক: তিনি বলাগড়ের তৃণমূল বিধায়ক। দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। নাম মনোরঞ্জন ব্যাপারী। মঙ্গলবার রিক্সা চালিয়ে বিধানসভা যাত্রা করলেন ৭৪ বছর বয়সী এই বিধায়ক। মঙ্গলবার সকালে কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে রিক্সার প্যাডেলে পা রেখে বিধানসভার উদ্দেশ্যে যাত্রা করেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ […]

আপনার পছন্দের সংবাদ