নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ : প্রাপ্য সুযোগ সুবিধা না মেলায় সরকারী অফিস গুলিতে সাফাই এর কাজ আগেই বন্ধ করে দিয়েছিলেন সাফাই কর্মীরা। গত ১০-ই আগস্ট থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেছে রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি। কিন্তু দাবী দাওয়া নিয়ে প্রশাসন কোনো সদর্থক ভূমিকা না নেওয়ায় এবারে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাফাইএর কাজ বন্ধ করে দিলেন সাফাই কর্মীরা। কাজ বন্ধ রয়েছে হাসপাতালের পুলিশ মর্গেও। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে লাগাতার কাজ করে গিয়েছেন সাফাই কর্মীরা। কিন্তু তা স্বত্বেও প্রশাসন দাবী না মানায় সার্বিক ভাবে কাজ বয়কটের ডাক দিয়েছে রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি। জেলা প্রশাসনিক ভবন,হাসপাতাল, মর্গের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সাফাইকর্মীরা কর্মবিরতি শুরু করায় সাফাই এর কাজ ভেঙে পড়েছে। হাসপাতালে পরিস্থিতি জটিল আকার ধারন করেছে। উল্লেখ্য বেতন বৃদ্ধি, সরকারী নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান, হরিজন দের বাস্তু জমি দেওয়া সহ বিভিন্ন দাবীতে আন্দোলনে নেমেছেন সংগঠন নেতৃত্ব। সাফাইকর্মীদের অভিযোগ, ” প্রায় একসপ্তাহ ধরে দাবী আদায়ে আন্দোলন চালালেও প্রশাসন উদাসীন। উল্টে হুমকী দেওয়া হচ্ছে। দাবী মানা না হলে অন্যান্য জেলাগুলিতে ও আন্দোলনে নামবেন সাফাইকর্মীরা।
আপনার পছন্দের সংবাদ
-
3 years ago
লক্ষীপূজো নিয়েই মেতে ওঠে রায়গঞ্জের টেনহরি
-
2 years ago
অবলা জীবকে পাশবিক নির্যাতন! মনুষ্যত্বের অভাব?