নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ :
বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ধৃত মাবুদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো চারদিনের জন্য সি আই ডি হেফাজতে নিল। গত ১০ আগষ্ট মালদা থেকে মাবুদ আলীকে গ্রেপ্তার করেছে সি আই ডি। আদালত মাবুদ আলীকে আটদিনের সি আই ডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার তাকে ফের আদালতে পেশ করেছিল সি আই ডি। তদন্তের স্বার্থে আদালতের কাছে চারদিনের সি আই ডি হেফাজতে নেবার আবেদন জানালে রায়গঞ্জ আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ।আদালত থেকে বেরিয়ে যাবার সময় ধৃত মাবুদ আলী জানায় সে নির্দোষ।
গত ১৩ জুলাই হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়।বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছিল। রাজ্য সরকার এই মামলার তদন্তভার সি আই ডি দিয়েছিল।সি আই ডি তদন্ত নেমে নিলয় সিংহ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।পরবর্তীতে বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা হয়।সেই মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তৎপর হয় সি আই ডি। সি আই ডি বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মাবুদ আলীকে গ্রেপ্তার করে।