নিউজ ডেস্ক,রায়গঞ্জ : সোমবার অর্থাৎ ১৭-ই আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩২৩। সোমবার পুর এলাকায় ১১ জনের সংক্রমণ ধরা পড়েছে। একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।
১৬ নম্বর ওয়ার্ডে -০৩ জন।
২ নম্বর ওয়ার্ডে ০১ জন।
১৪ নম্বর ওয়ার্ডে ০১ জন।
১৮ নম্বর ওয়ার্ডে ০২ জন।
৮ নম্বর ওয়ার্ডে ০১ জন।
৫ নম্বর ওয়ার্ডে ০১ জন।
২৩ নম্বর ওয়ার্ডে ০২ জন।
উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৮৯. ১৬-ই আগস্টের বুলেটিন অনুযায়ী নতুন করে আপডেটের সংখ্যা ১২৮।
আপনার পছন্দের সংবাদ
-
2 years ago
পৌষ পার্ব্বনে আধুনিকতার ছোঁয়া
-
4 years ago
অবসাদ – আত্মহত্যা ও কোভিড ১৯