নিউজ ডেস্ক, ২০ মে : এবারে করোনা আক্রান্ত হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিলখা সিং। করোনা পরীক্ষা করা হলে বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে। নিজের বাসভবনে চন্ডিগড়ে হোম আইসোলেশনে রয়েছেন মিলখা সিং। তবে তার কোন উপসর্গ ছিল না।
আপাতত বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশন রয়েছেন তিনি। ৯১ বছর বয়সেও সুস্থ ও স্বাভাবিক রয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি জানিয়েছেন, তার কয়েকজন সহকারীর করোনার পরীক্ষা করা হয় এরপর তাদের রিপোর্ট পজেটিভ আসে পরবর্তীতে বাড়ির সবাই করোনার পরীক্ষা করিয়েছিলেন বুধবার রিপোর্টে দেখা যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। তিনি আরও জানিয়েছেন চিকিৎসকেরা তাকে মানসিকভাবে সাহস যুগিয়েছেন। এমনকি তিনি বুধবার ব্যায়ামও করেছিলেন। আপাতত কোন শারীরিক সমস্যা নেই তার। ক্রীড়া জগতের উল্লেখযোগ্য কিংবদন্তি মিলখা সিং। তিনি পাঁচবারের এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট। ১৯৬০ সালে ভারতের হয়ে অলিম্পিকে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করে ভারতের স্থান বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করেছিলেন। আপাতত নিজের বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন মিলখা সিং।