মালদা, ৬ জুলাই : বিশ্ববাজারে এবারে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে মালদার আম।ইংল্যান্ড, ইটালি, জার্মানির পর এবারে কাতারে পাড়ি দিচ্ছে মালদার আম। কাতারের দোহায় আন্তর্জাতিক আম উৎসবে মালদার ফজলি, লক্ষণভোগ, ল্যাংড়া, আম্রপালি, হিমসাগরের মতো আটটি প্রজাতির আম প্রতিযোগিতায় অংশ নেবে।
মালদার আম আন্তর্জাতিক উৎসবে জায়গা পাওয়ায় খুশি আম চাষীরা।জেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়। এ বছরে সাড়ে তিন লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হয়েছে মালদায়। একদিকে বাংলাদেশের রপ্তানি বন্ধ অন্যদিকে করোনার ছোবলে দেশীয় বাজারে সেভাবে বিক্রি হচ্ছে না আম। তাই উদ্যানপালন দপ্তরের তরফে বিশ্ববাজারে মালদার আমকে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করা হয়। কিছুদিন পর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আম উৎসব। সেই উৎসবে অংশগ্রহণ করতে আটটি প্রজাতির আম সামিল হবে। ফজলি ল্যাংড়া লক্ষণভোগের পাশাপাশি আম্রপালি মল্লিকার রয়েছে তালিকায়। জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক রাহুল চক্রবর্তী জানিয়েছেন, করোনা আবহে প্রায় দুবছর ধরে দিল্লীতে আম উৎসব বন্ধ রয়েছে। তা সত্ত্বেও এবারে দিল্লীর পাশাপাশি অন্যান্য রাজ্যে আম পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে জার্মানী, ব্রিটেন, ইতালিতে।কিন্তু এবারে কাতারে মালদার আম পাড়ি দেওয়ায় গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছেন তিনি। অন্যদিকে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, ইতিমধ্যে রাজ্য সরকারের সহযোগিতায় দিল্লি সহ বিদেশে পাড়ি দিয়েছিল মালদার আম। এবারে কাতারে আন্তর্জাতিক আম উৎসবে পাড়ি দিচ্ছে মালদার জগতবিখ্যাত আম। এতে খুশি আম ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা।
আরও খবর পড়ুন : জেলা পরিষদের পদ থেকে ইস্তফা বিজেপিতে যোগদানকারী সভাধিপতির