
মালদা, ৬ জুলাই : মালদা জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন গৌড় চন্দ্র মন্ডল।বিজেপির জেলা নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার সভাধিপতির পদ থেকে সরে দাড়ান তিনি। উল্লেখ্য জেলা পরিষদ তৃণমূলের দখলে থাকলেও বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে নাম লেখান জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল।
তার সঙ্গেই সে সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সরলা মূর্মূ সমেত জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও সদস্য। সেসময় জেলা পরিষদে নিজের সংখ্যাগরিষ্ঠতা দাবী করে বিজেপি। তবে নির্বাচনে তৃণমূলের বিপুল জয়লাভের পর বদলাতে শুরু করে জেলা পরিষদের সমীকরণ। যারা সে সময় বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন তারা অনেকেই যোগদান করে এখন তৃণমূল শিবিরে।এরপরেই জুনের মাঝামাঝিতে জেলা সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল সহ তিন দলত্যাগী কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেসের সদস্যরা।সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সম্প্রতি এই অনাস্থার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। ফলে বিজেপি থেকে তাকে পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। এরপরেই মঙ্গলবার জেলা সভাধিপতির পদে ইস্তফা দেন গৌড়চন্দ্র মন্ডল। স্বাভাবিকভাবেই আগামী এই বোর্ড নিজেদের দখলে আনতে চলেছে তৃণমূল বলে দাবী দলের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর।
আরও খবর পড়ুন : রহস্যজনক মৃত্যু গৃহবধূর। চাঞ্চল্য এলাকায়
