
নিউজ ডেস্ক,৫ফেব্রুয়ারিঃএক ঝলক দেখে মনে হতেই পারে কোন রাজনৈতিক দল অথবা কোনো অনুষ্ঠানের মিছিল। সারিবদ্ধ ভাবে ৮ থেকে ৮০ সকলেই হাজির মিছিলে। কিন্তু না, এই মিছিল কোনো উৎসবের বা রাজনৈতিক দলের নেতাদের মিছিল নয়। এই মিছিল মানুষের আবেগের৷ যে আবেগ সদ্য অবসর নেওয়া এক শিক্ষককে ঘিরে। জানা গিয়েছে কালিয়াগঞ্জের কালীবাড়ি এলাকার বাসিন্দা তড়িৎবিকাশ ভদ্র পেশায় ছিলেন ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ৩১ শে জানুয়ারি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি। দীর্ঘ শিক্ষকতার জীবনে অসংখ্য ছাত্রছাত্রীকে নিজে হাতে গড়ে তুলেছেন তিনি। তার নীতিশিক্ষা, আদর্শে অনুপ্রাণীত হয়ে অনেকেই জীবনে প্রতিষ্ঠিত আজ। ফলে এমন প্রিয় শিক্ষককে কে না ভালবাসে। রবিবার বিদ্যালয়ে ছিল তার বিদায়ী সম্বর্ধনা।
এদিন বিদ্যালয়ের অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে প্রধান শিক্ষক তড়িৎ বিকাশ ভদ্রকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় স্কুলের পাশাপাশি গ্রামবাসীদের পক্ষ থেকে। এরপর গ্রামবাসী ও স্কুলের অন্যান্য শিক্ষকেরা একত্রিত হয়ে তাদের প্রিয় শিক্ষক তড়িৎ বিকাশ ভদ্রকে ব্যান্ডপার্টি বাজিয়ে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কালিয়াগঞ্জ শহরে কালীবাড়ি সংলগ্ন নিজস্ব বাড়িতে পৌছে দেয় তাকে। গ্রামবাসী ও তার সহকর্মীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগে ভেসে যান তড়িৎবিকাশবাবু। তিনি বলেন, শিক্ষকজীবনের এই পড়ন্ত বেলায় এমন ভালোবাসা পাবেন তা কখনই ভাবতেও পারেন নি তিনি। শিক্ষকতা অবসর নিলেও তার স্কুলের প্রতি একটুও ভালোবাসা কমবে না বলে জানান অবসরপ্রাপ্ত ওই শিক্ষক।এদিকে স্কুলে যেভাবে এতদিন সুষ্ঠভাবে পঠনপাঠন চালিয়ে আসছেন তাতে খুশি গ্রামবাসীরা।
