
নিউজ ডেস্ক,৩০ইজানুয়ারি : দীর্ঘ প্রায় তিনবছর ধরে বন্ধ জমি রেকর্ডের কাজ। ফলে জমি কেনাবেচা সংক্রান্ত কাজ করতে না পেরে সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের চোপড়াঝাড় মৌজার বাসিন্দারা। উল্লেখ্য ইসলামপুর পুরসভার এক বৃহৎ অংশ এই মৌজার আওতায়। ইসলামপুরের স্টেট ফার্ম কলোনী, বাবুপাড়া, কমলাপুর, তেলিভিটা সহ একাধিক এলাকা এই মৌজার আওতাভুক্ত।
এই মৌজার জমি সংক্রান্ত কাগজপত্র নথিবদ্ধকরণে কম্পিউটারাইজড পদ্ধতি চালু করার লক্ষ্যে গত ২০২০সাল আপগ্রেডেশনের জন্যে পাঠানো হয়। ফলে ২০২০ সালের মার্চ মাস থেকেইএই মৌজার জমির রেকর্ডের কাজ বন্ধ হয়ে রয়েছে ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দফতরে। হচ্ছে না জমির কাগজপত্রের মিউটেশন কিংবা কনভার্শনের কাজকর্ম। ফলে জমি কেনাবেচা কিংবা বাড়ি করবার ক্ষেত্রে সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। এমনকি জমির কাগজপত্র ঠিক করতে না পেরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। যা নিয়ে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আপগ্রেডেশনের জন্য পাঠানো হলেও এখনো তা সম্পন্ন হয়নি।
জমি নথিবদ্ধ সংক্রান্ত কাজকর্ম বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের যেমন অসুবিধেয় পড়তে হচ্ছে, তেমনি তারা জমি সংক্রান্ত কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।যদিও এবিষয়ে ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ দফতরের আধিকারিক কর্মা শেরিং জানিয়েছেন, ব্লক ও জেলা থেকে জমি নথিবদ্ধকরণের আপগ্রেডেশনের জন্যে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে রাজ্য দফতর থেকে কাজ সম্পন্ন হলেই ফের এই মৌজার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে সাধারণ মানুষের জমি সংক্রান্ত এই হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলেও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি ও বাম নেতৃত্ব।অপরদিকে সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্লক প্রশাসন ও দফতরকেই সদর্থক উদ্যোগ নিতে হবে। এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা।
