নিউজ ডেস্ক,৬ ফেব্রুয়ারিঃ লটারির দৌলতে রাতারাতি কোটিপতি এক গ্রাম্য গৃহবধূ। অলোকা ঘোষ নামে ওই গৃহবধূর বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর এলাকায়। কর্মসূত্রে রবিবার কালিয়াগঞ্জ শহরে এসেছিলেন তিনি।
বাড়ি ফেরার পথে তালতলা এলাকা থেকে ৩০ টাকা দিয়ে লটারি কাটেন। এরপর রাতে জানতে পারেন তার কাটা লটারিতে ১ কোটি টাকার পুরস্কার উঠেছে। প্রথম দিকে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি কোটি টাকার পুরষ্কার জিতেছেন। পরে সকলের কাছে জানতে পেরে রাতেই স্বামীর সাথে নিরাপত্তার জন্য কালিয়াগঞ্জ থানায় আশ্রয় নেন অলোকা ঘোষ নামে ওই গৃহবধূ। তার স্বামী প্রদ্যুৎ ঘোষ প্লাইউড কারখানায় শ্রমিকের কাজ করেন। মেয়ে পড়াশোনা করে। অলোকা দেবী বলেন তাদের অনেক কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে। ভগবান যখন এত বড় পুরষ্কার দিয়েছে এই টাকা দিয়ে মেয়ে ও তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগাবেন।এদিকে স্ত্রীর হাতে এমন পুরষ্কার উঠায় খুশিতে ডগমগ স্বামী