রায়গঞ্জের বিভিন্ন এটিএম মেশিনে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকেরা

রায়গঞ্জের বিভিন্ন এটিএম মেশিনে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকেরা

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ নভেম্বর : রায়গঞ্জের বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে নাকাল হচ্ছেন গ্রাহকেরা। রবিবার থেকে বিভিন্ন এটিএম মেশিনে টাকা নেই বলে অভিযোগ তাদের। রায়গঞ্জ রেল স্টেশন, উকিলপাড়া, শিলিগুড়ি মোড় সহ বিভিন্ন এলাকাতে যে সমস্ত এটিএম মেশিন বসানো রয়েছে সেখানে টাকা তুলতে গেলে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তাদের অভিযোগ, রবিবার থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন ব্যাংকের এ টি এমে টাকা তুলতে গেলে পাওয়া যাচ্ছে না। নো ক্যাশ লেখা বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে। অধিকাংশ এটিএম মেশিনে টাকা না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জরুরী প্রয়োজনে টাকা তোলার ক্ষেত্রে এই এটিএম মেশিন গুলি বসানো হয়েছে। আর সেই টাকাই যদি তুলতে না পারে তাহলে এই সমস্ত এটিএম মেশিন বসিয়ে রেখে কি লাভ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কেন্দ্র যখন পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করেছিল সেই সময়টাতেও এটিএম গুলিতে টাকা তোলা দীর্ঘদিন বন্ধ ছিল। তার পরেও পরিস্থিতি স্বাভাবিক হলেও বর্তমানে কেন এটিএম গুলিতে টাকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রাহকদের এই হয়রানির ঘটনায় কার্যত নির্বিকার ব্যাংক গুলি। এ টি এম মেশিন গুলিতে কেন নগদ টাকার জোগান থাকছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।। এব্যাপারে একটি এটিএমের নিরাপত্তারক্ষী জানালেন সংশ্লিষ্ট ব্যাংকে বার বার ফোন করেও কোনো প্রত্যুত্তর তিনি পাননি। ফলে গ্রাহকদের সমস্যা রোধে কতদিনে ব্যাংকগুলি নগদ জোগান এটিএম গুলিতে স্বাভাবিক করে এখন সেটাই দেখার।

Next Post

মদ্যপ অবস্থায় আর পি এফ জওয়ানকে মারধোরের অভিযোগ তৃণমূল শিক্ষক নেতার বিরুদ্ধে

Mon Nov 30 , 2020
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ৩০ নভেম্বর : মদ্যপ অবস্থায় রায়গঞ্জ স্টেশনচত্বরে এক আরপিএফ জওয়ানকে মারধোর ও প্রাননাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্ত ঐ শিক্ষকনেতার নাম অরবিন্দ সিং। সূত্রের খবর রাজেশ যাদব নামে ঐ আর পি এফ জওয়ান রবিবার গভীর রাতে রায়গঞ্জের […]

আপনার পছন্দের সংবাদ