নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ৩০ নভেম্বর : মদ্যপ অবস্থায় রায়গঞ্জ স্টেশনচত্বরে এক আরপিএফ জওয়ানকে মারধোর ও প্রাননাশের হুমকী দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্ত ঐ শিক্ষকনেতার নাম অরবিন্দ সিং।
সূত্রের খবর রাজেশ যাদব নামে ঐ আর পি এফ জওয়ান রবিবার গভীর রাতে রায়গঞ্জের দু নম্বর প্লাটফর্মে টহলদারি চালাচ্ছিলেন। সেই সময়ে দুই ব্যক্তিকে সেখানে বসে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন তিনি। অভিযোগ এরপরেই ঐ শিক্ষক নেতা আচমকাই আরপিএফ জওয়ানেরর উপর চড়াও হয়ে মারধোর করে। এই ঘটনার সঙ্গে যুক্ত শিক্ষক নেতা অরবিন্দ সিং -এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে দাবি করেছেন রাজেশ বাবু। যদিও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে কোন শিক্ষক নেতা জড়িত থাকতে পারে না। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখব।