নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ নভেম্বর : দীর্ঘ ২৪ বছরের সফল শিক্ষকতার জীবন থেকে অবসর গ্রহন করলেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী। আদতে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও ১৯৯৭ সালে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজে যোগ দেন,আর সেই থেকেই রায়গঞ্জের সঙ্গে তার আত্মীক সম্পর্ক গড়ে ওঠে।
শুধু স্কুলের প্রধান শিক্ষক হিসাবেই নয়, রায়গঞ্জ ও জেলার বিভিন্ন প্রান্তে সামাজিক,সাংস্কৃতিক কর্মকান্ডে অন্যতম প্রধান মুখ তিনি। দক্ষতার সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নানাবিধ দ্বায়িত্ব সামলেছেন। সরকারী ও বেসরকারী ক্ষেত্রে বিভিন্ন সেমিনার,ওয়ার্কশপ,সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তাঁর অবদান ভোলার নয়। বিদ্যালয়ের পুরানো ঐতিহ্য ধরে রেখে করোনেশন স্কুল কে পড়াশোনা ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম সারিতে তুলে এনেছিলেন শুভেন্দু বাবু। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছিল এই স্কুলের ছাত্র ছাত্রীরা। বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য বারেবারে মন ছুঁয়ে গিয়েছে বিভিন্ন স্তরের মানুষের। এসব কাজের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার,শিক্ষারত্ন সহ একাধিক সম্মান। রাজ্যের মধ্যে সেরা স্কুলের তকমা পায় করোনেশন। বিদায় বেলায় মন ভারাক্রান্ত হলেও শুভেন্দু বাবু বলেন, ” বিদ্যালয়ের সার্বিক সাফল্য আমার একার কৃতিত্ব নয়। একটা টীম স্পীরিট। ব্যাক্তি নয়,প্রতিষ্ঠানই বড়। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী,পরিচালন সমিতি সহ সকলের অফুরান শুভেচ্ছা ও সহযোগিতা পেয়েছি জীবনে চলার পথে। সকলকে অভিনন্দন।” এদিন বিদ্যালয়ে গিয়ে শুভেন্দু বাবুকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। পুস্পস্তক,বই, শাল, উত্তরীয় তুলে দিয়ে শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানান তিনি। অরিন্দম বাবু বলেন,” বিদ্যালয় থেকে অবসর নিলেও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে অনন্য ভূমিকা রয়েছে শুভেন্দু বাবুর। তাঁর কাছ থেকে এখনো অনেক কিছু পাওয়ার আছে সকলের। আমরা চাই স্যার আরো বেশী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হোন। ” এদিন অরিন্দম বাবুর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা শুভেচ্ছা জানান শুভেন্দুবাবুকে।