নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ৩০ নভেম্বর : অর্থের অভাবে বন্ধ হয়ে যেতে বসেছিল এলাকার মেধাবী ছাত্র আশীষ বিশ্বাসের পড়াশোনা, সে খবর চাউর হতেই ওই দুঃস্থ মেধাবী ছাত্রের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন ডালখোলা যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ সরকার। আগামীদিনেও ওই ছাত্রকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস নেতা।
উল্লেখ্য, ডালখোলা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার বাসিন্দা রিনা বিশ্বাসের স্বামী মারা গিয়েছে প্রায় ১০ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর পারিবারিক বিবাদের জেরে রিনাদেবী দুই ছেলেকে নিয়ে ঠাঁই নিয়েছে তার বাবার বাড়িতে। দিনে বাড়িতে বসে টুকিটাকি সেলাই ও সন্ধ্যায় ডালখোলা রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বসে তেলেভাজা বিক্রি করে করে দুই ছেলেকে কোনো রকমে পড়াশুনা করিয়ে দিন যাপন করছেন রীনাদেবী। তার বড়ো ছেলে আশীষ বিশ্বাস এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯১% নম্বর নিয়ে পাশ করেছে। কিন্তু তাতেও প্রতিকূলতা ছিলো আর্থিক অনটন। পারিবারিক আর্থিক সমস্যায় স্তব্ধ হতে বসেছিল রিনার বড়ো ছেলে আশীষের পড়াশোনা। ভালো ফল করেও শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে একটি ছাত্রের পড়াশোনা, সে খবর চাউর হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিল ডালখোলা যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ সরকার। সোমবার ওই পড়ুয়ার হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন রাকেশ সরকার। আর্থিক সাহায্য পেয়ে খুশি রিনা দেবী ও তার ছেলে আশীষ। ইংরেজি বিষয়ে মাস্টার্স করতে চায় আশীষ। আগামীতে ভালো পড়াশুনা করে আরো ভালো ফল করে সমাজে প্রতিষ্টিত হয়ে সংসারের হাল ধরতে চায় সে। আশীষ জানায়, ছোট থেকে অনেক প্রতিকূলতার মধ্যে তার মা তাকে পড়াশুনা করিয়েছে। সুযোগ পেলে সে আগামীতে আরো ভালো ফল করে শিক্ষকতা করে সংসারের হাল ধরতে চায়।