নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির

নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ৩০ নভেম্বর : নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনায় আহত আরও ১। এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া বাসস্ট্যান্ড এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজ হেমব্রম এবং তার সহকর্মী চোপড়া তুতবাগানে নাইট ডিউটি সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।

সেই সময় হঠাৎই চোপড়া বাসস্ট্যান্ডে কাছে দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে বাইকের পিছনে ধাক্কা মারে।ঘটনায় বাইক সমেত দুজনেই রাস্তায় ছিটকে পড়ে যায়। বাইকের পিছনে বসে থাকা সুরোজ হেমব্রম লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে, অন্য বাইক আরোহী কে গুরুতর জখম অবস্থায় চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

Next Post

দুঃস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন যুব তৃণমূল কংগ্রেস নেতা

Mon Nov 30 , 2020
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ৩০ নভেম্বর : অর্থের অভাবে বন্ধ হয়ে যেতে বসেছিল এলাকার মেধাবী ছাত্র আশীষ বিশ্বাসের পড়াশোনা, সে খবর চাউর হতেই ওই দুঃস্থ মেধাবী ছাত্রের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিলেন ডালখোলা যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ সরকার। আগামীদিনেও ওই ছাত্রকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম