নিউজ ডেস্ক, ৫ আগস্ট : ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মনের (Padyut Manikya Debbarma) সঙ্গে বিশেষ বৈঠক করলেন কুণাল ঘোষ।
প্রদ্যোৎ এলাকার মহারাজার পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকায় অন্যতম প্রধান মুখ হিসেবেই বেশ পরিচিত রয়েছে তার। জানা গিয়েছে অভিষেকের সফরের পরপরই বুধবার আগরতলা যান বাংলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করছেন তিনি। উল্লেখ্য উত্তর পূর্বের এ রাজ্যের ৬০ আসনের মধ্যে ২০টি উপজাতি প্রভাবিত। তাই উপজাতি দলগুলোর নেতারা তৃণমূলের বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ইতিমধ্যে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে মুখ খুলেছেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। প্রদ্যোৎ কংগ্রেসের প্রাক্তন সভাপতি হলেও এখন জনজাতি অধ্যুষিত এলাকায় অন্যতম প্রধান মুখ। ফলে এহেন মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে। উঠে আসছে জোট রাজনীতির প্রসঙ্গ।