নিউজ ডেস্ক, ৪ আগস্ট : ন’বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। বুধবার নিহত বালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিগৃহীতা মেয়েটিকে ‘দেশের কন্যা’ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরোন নাঙ্গল এলাকায় রবিবার সন্ধ্যায় বছর নয়ের মেয়েটি খাবার জল আনতে স্থানীয় শ্মশানে গিয়েছিল। কিন্তু পরে আর বাড়ি ফেরেনি। সোমবার সন্ধ্যায় ওই বালিকার পরিবারকে স্থানীয় লোকজন খবর দেয় মেয়েটির মৃত্যু হয়েছে। এমনকী, ওই শ্মশানের পুরোহিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ, কার্যত বালিকার পরিবারের লোকদের ভয় দেখিয়ে একপ্রকার জোর করেই দেহটি দাহ করিয়ে দেয় তারা। আর এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। স্থানীয় জনতা এলাকায় অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে। অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার নিহত বালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। একাধিক জায়গায় চলছে বিক্ষোভ৷ ফলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে।