জাল মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ

জাল মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২৫ নভেম্বর : জাল মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ডালখোলা থানার পূর্ব গোয়ালগাঁও এলাকার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল মদ, স্পিরিট, মদ তৈরির সরঞ্জাম, একটি গাড়ি সহ বেশ কিছু বাইক আটক করেছে ডালখোলা থানার পুলিশ। যদিও পুলিশি অভিযানের খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছিলো ডালখোলা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছিলো লক্ষাধিক টাকার জাল মদ, স্পিরিট, মদ তৈরির সরঞ্জাম। এবারে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডালখোলা থানার পূর্ব গোয়ালগাঁও এলাকার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাল মদ, স্পিরিট, মদ তৈরির সরঞ্জাম, একটি গাড়ি সহ বেশ কিছু বাইক আটক করেছে ডালখোলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পূর্ব গোয়ালগাঁও এলাকার সামসুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ডালখোলা থানার পুলিশ। যদিও পুলিশি অভিযানের খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর জানান, জাল মদ তৈরি করার খবর পেয়ে গোয়ালগাঁও এলাকার সামসুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালে সেখান থেকে একটি পিকআপ ভ্যান, ৬ টি বাইক, আনুমানিক ৪ লক্ষ ৬০ হাজার টাকার ৬০ কার্টুন বিদেশি কোম্পানির মদ, আনুমানিক ২ লক্ষ টাকার ১০ ড্রাম কাঁচা স্পিরিট , ৭০০ ছিপি সহ বেশ কিছু বিদেশি মদের স্টিকার ও খালি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত সহায় সম্বলহীন বৃদ্ধা, সাহায্যের আশ্বাস পঞ্চায়েত কতৃপক্ষের

Wed Nov 25 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৫ নভেম্বর : ভোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘর। সবকিছু হারিয়ে বিপর্যস্ত এক বৃদ্ধা। সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামে। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন স্বামী, সন্তানহীনা বছর ৬৫’র প্রৌঢ়া তসলিমা বেওয়া।আগুন দেখতে […]

আপনার পছন্দের সংবাদ