নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৪ নভেম্বর : নব নির্মিত উন্নত মানের ব্রিজের নির্মাণ কাজ এবং পাকা রাস্তার উন্নতি করনের কাজের সূচনা হল ইটাহারে। মঙ্গলবার ইটাহার থানার মারনাই অঞ্চলের নমুনিয়া গ্রামে কোদালভাঙ্গা জাতীয় সড়ক সংযোগ থেকে নমুনিয়া গ্রাম হয়ে ছিলিমপুর গ্রামে যাওয়ার পাকা রাস্তার উন্নতি করনের কাজের সূচনা এবং এই রাস্তার উপর নমুনিয়া গ্রাম এলাকায় গামারি নদীর উপর দুর্বল সেতুর পাশে উন্নত মানের ব্রিজ তৈরির দুটি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।
এদিনের কর্মসূচিতে বিধায়ক অমল আচার্য্য ছাড়াও সুফিয়া খাতুন, হাফেজা খাতুন, নজিবর রহমান, অমিত গাঙ্গুলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিধায়ক অমল আচার্য্য বলেন এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল সেই মতো এই এলাকা সহ অন্যান্য গ্রামে যাওয়ার রাস্তাটি উন্নতি করনের কাজ রাজ্য সরকারের আর্থিক তহবিলে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে শুরু করা ও এই রাস্তার উপর দুর্বল সেতুর পাশে উন্নত মানের ব্রিজ তৈরির কাজ প্রায় রাজ্য সরকারের পূর্ত (pwd) দপ্তরের ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ এবং সংস্কার করা হবে। দুটি প্রকল্পের কাজ দুটি সম্পন্ন হলে মারনাই অঞ্চলের কয়েকটি গ্রাম সহ পার্শ্ববর্তী অঞ্চলের কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে সেই দুটো কাজের সূচনা করা হলো। এদিনের কর্মসূচিতে বিধায়ক অমল আচার্য্য ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন, এলাকার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হাফেজা খাতুন, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, বিশিষ্ট সমাজসেবক অমিত গাঙ্গুলী, হুসেন আলি, ইমরুল কায়েস, শইদুল রহমান, শুভাশীষ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।