নিউজ ডেস্ক , ৬ ডিসেম্বর : প্রায় একবছর হতে চললেও ভারতে করোনার দাপট কিছুটা কমলেও উদ্বেগ কিন্তু কমছে না। কারণ প্রতিদিনই হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷
করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪০ হাজার। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গত ২৪ ঘণ্টার যে রিপোর্ট দিয়েছে তাতে গোটা দেশে ৩৬ হাজার ১১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন নতুন করে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪০ হাজার ১৮২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৭০ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৯১ লক্ষ ৭৯২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লক্ষ ৩ হাজার ২৪৮ জন।