নিউজ ডেস্ক, ০৫ ডিসেম্বর : গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের করোনার ভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রথম স্বেচ্ছাসেবী হয়ে টিকা গ্রহণ করেছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ডোজ নেওয়ার প্রায় ১৫ দিন পর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা জানালেন নিজেই তিনি। প্রতিষেধক ডোজ নেওয়ার পরেও কি করে তিনি করোনায় আক্রান্ত হন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি কোভ্যাক্সিন কাজ করছে না?
ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ডোজ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কিন্তু সেই ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়ে গেলেন তিনি৷ এতে করে কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত ২০ নভেম্বর দেশের মধ্যে প্রথম হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী নিজেই ভারত বায়োটকের কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন জানিয়ে ডোজ নেন। এতদিন তিনি সুস্থই ছিলেন বলে জানা গেছে। অথচ দু-তিন দিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিতে শুরু করলে পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসায় এখন প্রশ্ন উঠেছে কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে। উল্লেখ্য কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ও পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই কোভ্যাক্সিন প্রতিষেধটি তৈরি করেছে ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে যদি সাফল্য আসে তাহলেই ভারতের হাতে দ্রুত দেশীয় প্রযুক্তিতে বিকাশ করা করোনা ভাইরাসের প্রতিষেধক চলে আসবে বলেও মনে করা হচ্ছে। কিন্তু সেই ডোজ নেওয়ার পরেও অনিল ভিজ করোনায় আক্রান্ত হওয়ায় প্রশ্ন চিহ্নের মুখে কোভ্যাক্সিনের কার্যকারিতা। অনিল ভিজ টুইটারে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হয়ে বর্তমানে আম্বালা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন গত কয়েকদিনে তাঁদেরকে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন তিনি৷